সভাপতির বাণী

প্রতিষ্ঠান প্রধানের বাণী

স্কুল পরিচিতি ও ইতিহাস
দিনাজপুর জেলাধীন, নবাবগঞ্জ উপজেলার অর্ন্তগত ৪ নং শালখুরিয়া ইউনিয়নে শালখুরিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ১৯৬৬ ইং সালে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সকলের সহযোগিতায় স্থাপিত হয়।বিদ্যালয়টি প্রতিস্ঠার জন্য যারা জমি দান করেছেন।১। হাজী মৃত বসরতুল্ল্যা প্রধন, ২্। মৃত বনিজ মন্ডল,৩। মৃত হাজী বছির উদ্দিন, ৪। মৃত আছর উদ্দিন, ৫। মৃত হাছিম উদ্দিন, ৬। মৃত মেছের আলী, ৭। মৃত আব্দুল লতিফ ৮। মৃত মশর উদ্দিন, ৯। মৃত ছইজন বিবি।
মোট জমির পরিমানঃ ৪ একর ৩৩ শতক।