বাংলা দেখা সমস্যা হলে Bangla.ttf ফন্ট এ ক্লিক করে ডাউনলোড করুন।
সভাপতির বাণী
শালখুরিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ওয়েবসাইট খুলে যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। স্কুল পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে পাওয়া যায়। বিদ্যালয়েরে অন্যান্য তথ্যও পাওয়া যায়। এজন্য প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককে ধন্যবাদ জানাই। মোছাঃ পারূল বেগম সভাপতি শালখুরিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও মহিলা ভাইস চেয়ারম্যান নবাবগঞ্জ উপজেলা পরিষদ, দিনাজপুর।
প্রতিষ্ঠান প্রধানের বাণী
শালখুরিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ওয়েবসাইট খুলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। স্কুলের ওয়েবসাইটটিতে যে তথ্য, উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এবং তা সবার কাছে সহজ লভ্য হবে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উন্নত হবে ও দুর্নীতি সহনীয় মাত্রায় নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে স্কুলের ওয়েবসাইটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করেই শেষ করছি।
স্কুল পরিচিতি ও ইতিহাস
দিনাজপুর জেলাধীন, নবাবগঞ্জ উপজেলার অর্ন্তগত ৪ নং শালখুরিয়া ইউনিয়নে শালখুরিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ১৯৬৬ ইং সালে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সকলের সহযোগিতায় স্থাপিত হয়।বিদ্যালয়টি প্রতিস্ঠার জন্য যারা জমি দান করেছেন।১। হাজী মৃত বসরতুল্ল্যা প্রধন, ২্‌। মৃত বনিজ মন্ডল,৩। মৃত হাজী বছির উদ্দিন, ৪। মৃত আছর উদ্দিন, ৫। মৃত হাছিম উদ্দিন, ৬। মৃত মেছের আলী, ৭। মৃত আব্দুল লতিফ ৮। মৃত মশর উদ্দিন, ৯। মৃত ছইজন বিবি। মোট জমির পরিমানঃ ৪ একর ৩৩ শতক।